চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্লাস্টিকের মোড়কে উপহার দেয়ায় জরিমানা

প্লাস্টিকের মোড়কে উপহার দেয়ায় ভারতের বেঙ্গালুরু শহরের মেয়র গঙ্গাম্বিকে মল্লিকার্জুনকে ৫০০ রুপি জরিমানা করেছে ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকে বা (বিবিএমপি)। প্লাস্টিককে নিষিদ্ধ করার প্রতি উৎসাহিত করতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বেঙ্গালুরু শহরের মানুষ।

শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে প্লাস্টিকের মোড়কে উপহার দেয়ার পর তাকে জরিমানা করা হয়।

৫০০ রুপির জরিমানার ওই চালান কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সবাই সাধুবাদ জানায়।

২০১৬ সালে বেঙ্গালুরু শহরে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়। প্লাস্টিকের উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করতে বেঙ্গালুরু শহরের নাগরিকরা আন্দোলন গড়ে তোলে। তারপর থেকেই ওই শহরে প্লাস্টিক উৎপাদন, বিপণন, সংরক্ষণ, বহন, কেনা-বেচা এবং প্লাস্টিক ব্যবহারের উপর জরিমানা আরোপ করার বিধান করা হয়।

এমনকি ওই শহরে কোনো পণ্য মোড়ানোর ক্ষেত্রেও প্লাস্টিকে নিষিদ্ধ করা হয়। এক গবেষণায় দেখা যায়, বেঙ্গালুরু শহরে প্রতিমাসে প্রায় ৪ হাজার টন বর্জ্যর মধ্যে ২০ শতাংশ থাকে প্লাস্টিক।