চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে বিরত থাকতে আইইডিসিআরের আহ্বান

করোনা পরিস্থিতির মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া যেকোন দেশে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রোববার প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে চীনের পর দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

তিনি আরো জানান, সিঙ্গাপুরে আক্রান্ত ৫ জন ও আবুধাবিতে আক্রান্ত ১ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাদের পরিস্থিতি অবনতি হয়েছে এমন কোনো আপডেট নেই আইইডিসিআরের কাছে।

করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া, কোয়ারেন্টাইনের ব্যবস্থাসহ সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

করোনা ভাইরাসে এ পর্যন্ত চীনে প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে ২৬টি দেশে ১,৪০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।