চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রয়াণ দিনে আর ডি বর্মণের জনপ্রিয় দশ গান

অসংখ্য বাংলা, হিন্দি ছবির গানের সুরকার ছিলেন আর ডি বর্মণ। তবে আরডি-র হিন্দি গানের ম্যাজিক নিয়েই আলোচনা বেশি

পঞ্চাশের দশকে বলিউড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব রাহুল দেব বর্মণ। যিনি সবার কাছে পরিচিত আর ডি বর্মণ হিসেবেই। তবে তার আরও একটি নাম রয়েছে, যা হলো পঞ্চমদা।

৪ জানুয়ারি সুরের এই জাদুকরের ২৭তম প্রয়াণ দিবস। সুরের সম্রাট শচীন দেব বর্মন এবং মীরা দেব বর্মনের হাত ধরেই সংগীতের শিক্ষা শুরু আর ডি বর্মণের। পরবর্তীতে ওস্তাদ আলি আকবর খাঁ এবং আশিষ খানের যোগ্য শিষ্য ছিলেন তিনি।

অসংখ্য বাংলা, হিন্দি ছবির গানের সুরকার ছিলেন তিনি। তবে আরডি-র হিন্দি গানের ম্যাজিক নিয়েই আলোচনা বেশি। কিন্তু বাংলা গানের ক্ষেত্রেও নিজের প্রতিভা বিকাশের যথাযথ ছাপ ছিল।

রাহুল দেব বর্মণের সেরা দশ হিন্দি গানের তালিকা তৈরি করা কিন্তু বেশ কঠিন কাজ। কেননা তার সেরা গানের তালিকা বেশ দীর্ঘ। তবু প্রয়াত এই শিল্পী ও সংগীত পরিচালকের প্রয়াণ দিবসে তার স্মরণে এক নজরে দেখে নেয়া যাক তার সুর করা জনপ্রিয় কিছু হিন্দি গানের তালিকা:

দো লাফজো কি হ্যায় দিল কি কাহানি:

তুসসে নারাজ নেহি জিন্দেগী

কুছ না কাহো

প্রিয়া তু আব তো আজা

চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো

জিন্দেগী কি সাফার ম্যায়

বাঁচনা এ হাসিনো

ইয়ে দোস্তী

চেহেরা হ্যায় ইয়া

তেরে বিনা জিন্দেগী সে কোয়ি