চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রোটিয়াদের স্পিনে ঘায়েল করতে চায় বাংলাদেশ

সাউথ আফ্রিকার ব্যাটারদের স্পিনে কিছুটা দুর্বল বলেই জানেন সকলে। যা সুবিধা দিতে পারে বাংলাদেশকে। টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো সাউথ আফ্রিকান। দলটির শক্তি-দুর্বলতা অনুমেয়ভাবে ভালোই জানেন তিনি। অভিজ্ঞতা থেকে মঙ্গলবারের ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছেন মাহমুদউল্লাহদের হেড কোচ।

সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে সেমির আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। আনুষ্ঠানিকতার শেষ দুই ম্যাচ জিতে দেশে ফিরতে চায় দল। বুধবার প্রোটিয়া ও শুক্রবার অজিদের বিপক্ষে খেলা দিয়ে শেষের অপেক্ষায় টাইগারদের বিশ্বকাপ অভিযান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

চোটের কারণে অন্যতম ভরসা সাকিব আল হাসান না থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে মরিয়া টিম টাইগার্স। ম্যাচের আগেরদিন জানালেন ডমিঙ্গো।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘সাউথ আফ্রিকা এমুহূর্তে খুব ভালো খেলছে। দীর্ঘদিন সেখানে কাজের অভিজ্ঞতা থেকে জানি স্পিনের সামনে তাদের খেলা নিয়ে সবসময়ই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। আশা করছি কন্ডিশনের সুবিধা আমরা কাল পাবো।’

‘আজ আমাদের অনুশীলন রয়েছে। তার আগে দলের মাঝে খুব ভালো আলোচনা হয়েছে। সবাই জিততে মরিয়া।’