চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রিন্স চার্লসের কাছে কমনওয়েলথের দায়িত্ব দিতে চান ব্রিটেনের রাণী

উত্তরসূরি হিসেবে ছেলে প্রিন্স চার্লসকে কমনওয়েলথের প্রধান হিসেবে নিয়োগ দিতে সংস্থাটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৃহস্পতিবার শুরু হয়েছে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম)। স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে শুরু হওয়া দুদিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন ব্রিটেনের রাণী।

এসময় তিনি বলেন, এটা আমার ‘আন্তরিক ইচ্ছা’ প্রিন্স চার্লসের কাছে ‘একদিন’ এই দায়িত্ব (কমনওয়েলথের প্রতীকী নেতা) হস্তান্তরিত হবে।’

এই দায়িত্ব বংশানুক্রম মেনে হয় না এবং রাণীর মৃত্যুর পর তা স্বয়ংক্রিয়ভাবে প্রিন্স চার্লসের উপরও অর্পিত হবে না।

সম্মেলনটিতে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন।

বাকিংহাম প্যালেসে জড়ো হওয়া ৫৩ জন নেতা এই দায়িত্ব হস্তান্তরের বিষয়ে শুক্রবার আলোচনা করবেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিট।

এই দ্বিবার্ষিক বৈঠকে সমবেত হওয়া অতিথি, রাজ পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীদের স্বাগত জানান রানি।

দুই দিনব্যাপি এই সম্মেলনে সমুদ্র সংরক্ষণ, সাইবার নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যকার বাণিজ্য নিয়েও আলোচনা হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’ও এর আগে জানান, রাণী এলিজাবেথের পর কমনওয়েলথের প্রতীকী নেতার পদে আসীন হতে প্রিন্স চার্লসকে সমর্থন করবেন তিনি।

উত্তরাধিকারসূত্রে পদ হস্তান্তরের কোনও শর্ত না থাকলেও কমনওয়েলথের প্রতীকী প্রধান ছিলেন প্রিন্স চার্লসের দাদা ও পরে তার মা। প্রিন্স চার্লস তার মায়ের রাজক্ষমতার উত্তরাধিকারী।

৯১ বছর বয়সী রাণী এলিজাবেথ ১৯৫২ সাল থেকে কমনওয়েলথের প্রতীকী প্রধান। প্রিন্স চার্লস কমনওয়েলথভুক্ত ৫৩ দেশের মধ্যে ১৬টি দেশের ভবিষ্যৎ রাজা হিসেবে উত্তরাধিকারসূত্রে মনোনীত।