চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রাণভিক্ষা চাইলে আজই শেষদিন

অনলাইন ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কামারুজ্জামানের যদি প্রাণভিক্ষা চান তাহলে আজকেই তাকে রাষ্ট্রপতির কাছে সেই আর্জি জানাতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতির কাছে কামারুজ্জামানের আবেদন পাঠানো হবে। তা না হলে জেলকোড অনুযায়ী দ্রুত ফাঁসি কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন।

কামারুজ্জামানের ইচ্ছা জানতে কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট।

এর আগে আইনজীবীরা কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে জানান, তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবেন।

তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সিদ্ধান্ত যাই হোক কামারুজ্জামানকে আজকের মধ্যেই তা জানাতে হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জেল কোড ও আদালতের নির্দেশনা মেনেই সবকিছু করা হচ্ছে। ‘আমরা প্রস্তুত রয়েছি।’