প্রাক্তন স্বামীকে প্রতি মাসে নির্ধারিত অর্থ খোরপোশ দিতে চাকরিজীবী স্ত্রীকে নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত।
খোরপোশ সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখে এই রায় দিয়েছেন ভারতের বম্বে হাইকোর্ট।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১৯৯২ সালে ওই দম্পতির বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। যে মায়ের কাছে থাকে। ২০১৫ সালে আদালতে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এরপর খোরপোশের আবেদন জানিয়ে আদালতে মামলা করেন মহিলার প্রাক্তন স্বামী। যেখানে তিনি উল্লেখ করে, স্ত্রীর জন্য নিজের উচ্চাশা ছেড়েছেন তিনি। স্ত্রীর পাশে থেকে ঘর সামলেছেন। এখন তিনি অসুস্থ এবং কোনো উপার্জন নেই।
এছাড়া তার কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিও নেই। তার স্ত্রী নানাভাবে তাকে হেনস্থা করে, অসদুপায়ে বিচ্ছেদ নিয়েছেন। অন্যদিকে তার প্রাক্তন শিক্ষিকা স্ত্রী মাসে ৩০ হাজার টাকা বেতন পান এবং তার নিজের নামে স্থাবর সম্পত্তি রয়েছে। তাই খোরপোশের আবেদন করেন ওই ব্যক্তি।
একপর্যায়ে ২০১৭ সালে মহারাষ্ট্রের নান্দেড়ের নিম্ন আদালত পেশায় শিক্ষিকা ওই মহিলাকে প্রতিমাসে তিন হাজার টাকা করে স্বামীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দেন। তবে সে নির্দেশ না মানায় ২০১৯ সালে আদালত আর একটি নির্দেশে জারি করে।
তাতে মহিলার স্কুলের প্রধান শিক্ষককে বলা হয়, শিক্ষিকার বেতন থেকে ৫ হাজার টাকা করে প্রতি মাসে কেটে নিয়ে তা আদালতে জমা দিতে। তবে নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা করেন মহিলা।
কিন্তু বম্বে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এর ফলে ওই শিক্ষিকা প্রাক্তন স্বামীকে খোরপোশ দিতেই হবে।








