চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী ও সম্প্রচার আইন চূড়ান্ত পর্যায়ে: তথ্য মন্ত্রী

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন সংসদে পেশ করার আগে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল প্রচার এবং ডাউন লিংকের রেটে সমতা আনতে মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের প্রতিনিধিরা।

সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের নেতারা তথ্য মন্ত্রী ডক্টর হাছান মাহমুদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন এদিন। তারা যে দাবিগুলো তুলে ধরেন তার মধ্যে রয়েছে- গণমাধ্যমের উন্নয়নে নতুন আইন করা, বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলের ক্লিনফিড প্রচার এবং বিদেশে বাংলাদেশের চ্যানেল প্রচারের জন্য যে হারে ফি দিতে হয় সেই হারেই বিদেশি চ্যানেল বাংলাদেশে প্রচারের ডাউনলিংক ফি নির্ধারণ।

ডিজিটাল নেটওয়ার্ক চালু করে কেবল নেটওয়ার্ক এবং ফেসবুক-ইউটিউবের আয়ও টেলিভিশন মালিকদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান তারা।

এসময় বিভিন্ন উদ্যোগের কথা জানান তথ্য মন্ত্রী। দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজনে সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে তথ্য মন্ত্রণালয় সমর্থন দেবে বলে আশ্বাস দেন তথ্য মন্ত্রী।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: