চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রশ্নফাঁস রোধে এসএসসি পরীক্ষার্থীরা যা বলছে

পরীক্ষা বাতিল কোন সমাধান নয়, বরং অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হলেই প্রশ্নফাঁস বন্ধ হবে বলে মনে করে এসএসসি পরীক্ষার্থীরা। তারা বলছে, প্রশ্নফাঁস শিক্ষার্থীদের মনোবল নষ্ট করে দিচ্ছে। কিছু অসৎ শিক্ষার্থী আর অভিভাবকের কারণে সবাই প্রশ্নবিদ্ধ হচ্ছে।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্র ঘুরে দেখা যায়, বিয়াম স্কুলসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এখানে। নতুন নিয়মানুযায়ী সকাল সাড়ে ৯টার মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হয়। যানজট থেকে বাঁচতে সকাল পৌনে ৮টার মধ্যেই আসতে শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছে, প্রশ্নফাঁস বিব্রত করছে তাদের। খুব অল্প সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক ফাঁস হওয়া প্রশ্নের পেছনে ছোটেন বলে মন্তব্য তাদের।

নতুন করে পরীক্ষা নয় বরং অপরাধীদের ধরে শান্তির দাবি অভিভাবক এবং শিক্ষার্থীদের। এবার প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা নেয়া নিয়েছে মন্ত্রণালয় এবং প্রশাসন। এরপরও বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে।