চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ

ভয়াল ২৯ এপ্রিল আজ। ১৯৯১ সালের এই দিনে এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। প্রাণ হারায় ২ লাখ মানুষ। দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৯৯১ সালের ২৯ এপ্রিল মধ্যরাতে কক্সবাজার, চট্রগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, রবগুনাসহ দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ১২ থেকে ২০ ফুট উচ্চতার জ্বলোচ্ছ্বাস আঘাত হানে। এতে ২ লাখ মানুষের মৃত্যু হয়। গৃহহারা হয় লাখ লাখ মানুষ।

ভয়াল সেই রাতের স্মৃতি মনে পড়লে উপকূলবাসী এখনো আঁতকে উঠেন।

প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ের ২৪ বছর পার হলেও কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের উপকূলবাসী এখনো অরক্ষিত। বিভিন্ন স্থানে উপকূলীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকালয়ে সাগরের লোনাজল ঢুকে পড়ছে।

উপকূলীয় অঞ্চলে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালিত হচ্ছে।