চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রধানমন্ত্রীর উপহারের জমি পেলেন ফুটবলার আঁখি

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আঁখি খাতুনকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আট শতক (পাঁচ কাঠার বেশি) জমি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। সে সময় আঁখি তার বাবার সঙ্গে বাফুফে কার্যালয়ে উপস্থিত ছিলেন। জমির দলিলে আঁখি স্বাক্ষর ও টিপসই দেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আবু নাঈম সোহাগ বলেন, ‘জাতীয় দলে আঁখির অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তার পরিবারের জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে জমি দেয়া হয়েছিল। সেটা বছর তিনেক আগের কথা।’

‘‘তখন যে জায়গা দেয়া হয়েছিল, তা নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হওয়াতে আঁখি তখন বিষয়টি বাফুফেকে, বাফুফের সম্মানিত সভাপতিকে ও আমাদের মহিলা কমিটিকে বিষয়টি জানায়।

আমরা আঁখি খাতুনের পরিবারের জন্য উপযুক্ত জমি পেতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। আগামীকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আঁখির বাবার কাছে আট শতক জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।’’

তিনি জানান, এই মুহূর্তে জমিটি জলাশয়ের মধ্যে রয়েছে। এই জায়গাটিকে যেন আঁখি খাতুন ও তার পরিবারের ব্যবহারের জন্য উপযোগী করে দেয়া হয় এবং এর জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার জেলা প্রশাসন যেন সেই উদ্যোগ গ্রহণ করে। আঁখির পরিবার যেন আর্থিক ব্যয় ছাড়াই ব্যবহার করার উপযোগী হিসেবে পায় সেই অনুরোধ থাকবে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আঁখি বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে একটা ভালো পরিবেশে ঘর করার জন্য জায়গা উপহার দিয়েছেন। ফেডারেশনকে ধন্যবাদ জানাই।’

পাঁচ-ছয় বছর পর জায়গা পাওয়ার পর স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে উপহার দিয়েছেন এটা দেখে আরও অনেক খেলোয়াড় অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রীর এই উপহার সাহায্য করবে।’