চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রথমবারের মতো নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রথমবারের মতো নারী সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলিয়াস খান।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ইলিয়াস খান

দু’বছর মেয়াদী কমিটির নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ নামে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ দু’টি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেয় এ নির্বাচনে।

জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।