চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রথমবারের মতো আদালতে নূর হোসেন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুটি মামলার মধ্যে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলাটি বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের দায়ের করা মামলাটি পূর্ব নির্ধারিত শুনানির তারিখ অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালতে শুনানির পর আগামী ১১ জানুয়ারী অভিযোগ গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার মামলার প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ গ্রেফতারকৃত ২৩ আসামীকে প্রথমবারের মতো দু’টি মামলায় পর্যায়ক্রমে দুই আদালতে হাজির করা হয়।

এ সময় তারেক সাঈদসহ ১৩ আসামীর পক্ষে জামিনের অবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জন অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।