চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রতিদ্বন্দ্বিতার অনুমতি পেলেন ভ্যালিভা

শীতকালীন অলিম্পিক

ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হওয়া রাশিয়ান কিশোরী ফিগার স্কেটার কামিলা ভ্যালিভা শীতকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি পেয়েছেন।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় বেইজিংয়ে চলমান অলিম্পিকে নারীদের স্বতন্ত্র ফিগার স্কেটিং প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কামিলা ভ্যালিভা। স্বর্ণপদক জয়ের লড়াইয়ে তিনি ফেভারিট হিসেবেই নামবেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) ভ্যালিভার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সিদ্ধান্ত দেয়। সিএএস তাদের সিদ্ধান্তে বলেছে, ১৫ বছর বয়সী এই অ্যাথলেটের উপর কোনোরকম অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ নয়। রাশিয়ান ফিগার স্কেটারকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিলে তার অপূরণীয় ক্ষতি হতো।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল ম্যাথিউ রিব বলেছেন, ব্যাতিক্রমী পরিস্থিতিতে অ্যাথলেটের জন্য সুবিধা রাখা উচিৎ। তার বয়স ১৬ বছরের কম এবং ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) কোডের অধীনে একজন সুরক্ষিত ব্যক্তি।

গত বছরের ২৫ ডিসেম্বর ভ্যালিভা ড্রাগ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। এরপর চলতি মাসের ৮ তারিখ তার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল করার প্রেক্ষিতে রাশিয়ান অ্যান্টি-ডোপিং এজেন্সি (রুসাডা) পরের দিন নিষেধাজ্ঞা তুলে নেয়।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং অন্যান্যরা রুসাডার সিদ্ধান্তের বিপক্ষে আবেদন করে। যদিও কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) তা খারিজ করে দিলো।