চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘প্রজন্মের পর প্রজন্ম যাতে উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য’

জনগণের ভোটে তৈরি সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন নিশ্চিত হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম যাতে উন্নত জীবন পায় সেটিই সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার ঘোড়াশাল সার কারখানার ভিত্তি স্থাপনসহ চারটি প্রকল্প উদ্বোধন করে পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জনগণের ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখছে বলেই উন্নয়ন নিশ্চিত হচ্ছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। একই সাথে উদ্বোধন করেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর ভবন, মাদারীপুরে বিসিক শিল্প নগরী, এলইডি লাইট অ্যাসেম্বলিং প্ল্যান্ট এবং টুল অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট।

নরসিংদীর পলাশে নির্মাণ হচ্ছে এশিয়ার সব চেয়ে বড় সার কারখানা। শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় প্রতিদিন ২৮ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে।

এর আগে ‘বঙ্গবন্ধুর শিল্প দর্শন ও শিল্পায়নের উত্তরণ’ নামে বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।