চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রকৃতি মেলা’র খণ্ডচিত্র

৭ম বারের মতো চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত হল ‘দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮’। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ঢোলের বাদ্য আর নৃত্য-সংগীতের তালে। উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব। ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন’- এই শ্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। একাত্তরে সবাই এক সাথে ঝাঁপিয়ে পড়েছিল বলেই বিজয় সম্ভব হয়েছিল, একই ভাবে প্রকৃতি রক্ষায়ও আমাদেরকে সম্মিলিত ভাবে পদেক্ষেপ গ্রহণ করতে হবে’।

চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় দেখুন ‘দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮’ কিছু মুহূর্ত :

ঢোলের বাদ্য আর নৃত্য-সংগীতের তালে উদ্বোধন হয় দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব’
বক্তব্য রাখছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু
মনমুগ্ধকর যন্ত্রসঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা
মেলায় ছিল বিভিন্ন স্টল
গান পরিবেশন করছেন অণিমা রায় ও তার দল
প্রতীকী চরিত্রায়ণের মাধ্যমে বন ও পরিবেশ রক্ষার তাগিদ দেন অভিনয় শিল্পীরা

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে মূকাভিনয় পরিবেশন করছেন শিল্পীরা