চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্যালেস্টাইন পৌঁছেছে বাংলাদেশের যুবারা

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার খেলতে প্যালেস্টাইন পৌঁছেছে বাংলাদেশ দল। প্রথমে কাতার থেকে জর্ডান, পরে দেশটির আম্মান থেকে দীর্ঘ বাস ভ্রমণের শেষে ফিলিস্তিনের বেথলেহেমে পৌঁছায় লাল-সবুজের যুবারা।

বিশ্রাম শেষে স্থানীয় সময় সোমবার বিকেলেই শিষ্যদের নিয়ে প্রস্তুতিতে নামবেন কোচ অ্যান্ড্রু অর্ড।

এর আগে দলের গুরুত্বপূর্ণ সদস্য জুয়েল রানাকে ছাড়াই কোয়ালিফায়ার খেলতে কাতার থেকে প্যালেস্টাইনের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ। রোববার বাংলাদেশ সময় বিকেল চারটায় কাতার ত্যাগ করে দল। কুঁচকির ইনজুরিতে পড়ে ফিরে আসা জুয়েলের জায়গায় ডাক পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।

আগামী বুধবার প্যালেস্টাইনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। বাংলাদেশ ‘ই’ গ্রুপে, সঙ্গী জর্ডান, তাজিকিস্তান এবং স্বাগতিক প্যালেস্টাইন। ১৯ জুলাই জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে অর্ডের ছেলেরা।

অর্ড দায়িত্ব নিয়েছেন কিছুদিন হল। দায়িত্ব নেয়ার পর দেশে মাত্র দুই সপ্তাহ কোচিং করিয়েছেন। নেপাল যাওয়ার আগে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পায় তার ছেলেরা। কিন্তু নেপালে প্রথম প্রস্তুতি ম্যাচে হারার পর কাতারের বিপক্ষেও হার দেখতে হয় তাকে।