চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পৌরনির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ২৩৫টি পৌরসভায় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজ বৃহস্পতিবার শেষ দিন।

সারাদেশেই আনন্দমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। কোথায় কে কোন দল থেকে প্রার্থী হচ্ছেন, কারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কিংবা কার কোথায় জয়লাভের সম্ভাবনা এসব নিয়েও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। যাচাই বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর।

বিকেল ৫টার পরে তাই নিশ্চিত হওয়া যাবে বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কে কে মনোনয়নপত্র দাখিল করলেন।

প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিন আগামী ১৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৪ ডিসেম্বর। ২৩৫টি পৌরসভার প্রায় ৭২ লাখ ভোটার ৩০ডিসেম্বর ভোটের মাধ্যমে তাদের পৌরপিতা নির্বাচিত করবেন।