চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘পোশাকশ্রমিকদের নিরাপত্তার অগ্রগতি হয়েছে, তবে আরো কাজ বাকি’

মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে গত আড়াই বছরে বেশ সক্ষমতা অর্জন করেছে। বিশেষত, শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, তবে আরো অনেক কাজ বাকি রয়েছে।

শুক্রবার নার্গিস রশীদ ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুরের সাইনবোর্ড এলাকার ইস্ট-ওয়েস্ট ইন্ড্রাস্টিয়াল পার্কে মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত আরো বলেন, শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে এবং তারা একত্রিত হতে পারছে। বৈশ্বিক ক্রেতারাও জানে যে কিভাবে একজন শ্রমিক কাজ করছে। এ প্রচেষ্টা তখনই সফল হবে, যখন মালিক ও শ্রমিকরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পরিবর্তন কখনই সহজ নয়।

অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের মধ্যে ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশীদ, বিজিএমইএ এর ডিরেক্টর মাহমুদ হাসান খান বাবুল, সলিডারি সেন্টার কান্ট্রি ডিরেক্টর এলঞ্জো গ্লেন সুসন প্রমুখ উপস্থিত ছিলেন।