চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পোপ ও গ্রান্ড ইমামের চুম্বনের ছবি ভাইরাল

মধ্যপ্রাচ্য যুদ্ধের সমাপ্তি আহ্বানের উদ্দেশ্যে একটা চুক্তি স্বাক্ষর করেন খ্রীস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ও মিশরের কায়রোর গ্রান্ড ইমাম আল আজহার শেখ আহমেদ আল তায়েব। সেই চুক্তির পরে তাদের চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ইতিমধ্যেই বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে দুই ধর্মের এই দুই নেতার চুম্বন দৃশ্য, যা অনেকে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সোমবার সংযুক্ত আরব আমিরাত আবু ধাবিতে চরমপন্থীর বিরুদ্ধে লড়াইয়ের একটা নথি স্বাক্ষর করেন দুই নেতা।

তারা দুইজনই উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা করেন। এ সময় তিন দিনের সফরে আসা পোপ বলেন, ‘যে কোন ধর্মীয় নেতাদেরই যুদ্ধের সম্ভব্য ঝুঁকি নাকোচ করতে হবে’।

উল্লেখ্য খ্রিষ্টান ধর্মের কোনো শীর্ষ নেতা এই প্রথম সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

মঙ্গলবার সেখানে এক সমাবেশে যাবেন পোপ। যেখানে ১ লক্ষ ২০ হাজার মানুষ উপস্থিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেনে অবরোধ করা সৌদি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে আরব আমিরাতও রয়েছে, যেই অভিযান সমালোচনা করে সম্প্রতি মন্তব্য করেছেন পোপ।

তাই ইয়ামেন যুদ্ধ নিয়ে কি কথা বলেন, সেটা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকছে।