চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘পেশাগত কাজে সাংবাদিকদের নিরাপত্তা নেই’

পেশাগত কাজে নিরাপত্তা নেই মন্তব্য করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

খুলনায় নিহত সাংবাদিক নহর আলীর ছেলে রিপনের বিদেশযাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেছেন তিনি।

২০০১ সালে সন্ত্রাসীরা হত্যা করে খুলনার সত্যনিষ্ঠ সাংবাদিক নহর আলীকে। তবে দীর্ঘদিনেও সেই হত্যার বিচার পায়নি তার পরিবার। জীবনের নির্মম বাস্তবতায় পড়ে তারা। রিকশা চালানোর পেশা বেছে নিতে বাধ্য হন তার ছেলে রিপন।

দৈনিক সমকালে এ নিয়ে রিপোর্ট দেখে তাদের পরিবারের পাশে এগিয়ে আসেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

রিকশা চালানোর পেশা ছেড়ে রিপন এখন দক্ষ একজন কর্মী হিসেবে বিদেশী কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি পেয়েছেন।

দুর্দশার চরমে পৌঁছা সাংবাদিক নহর আলীর পরিবারের মতোই স্বজন হত্যার বিচার পায়নি অনেক সাংবাদিক পরিবার।

তথ্য উপদেষ্টা মনে করেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার সঙ্গে হত্যার শিকার বহু সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রেরই একটি বড় দায়িত্ব।