চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক’

সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার কারণে বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও এর ইতিবাচক দিক আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গবেষণা সংস্থা সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন: মজুদদারি না হলে কৃষক অনেকটা লাভবান হবেন।

এ কারণে মধ্যস্বত্বভোগীদের নজরদারিতে রেখে কৃষকদের জন্য বাজারজাতকরণ সহায়ক উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কারওয়ানবাজারের একজন খুচরা দোকানি জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর গত দুয়েকদিনে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। যদিও এখন বাজারে দেশি পেঁয়াজের সমারোহ। এলাকাভেদে খুচরা বাজারে পেঁয়াজের কেজি এখন ৪০ থেকে ৫০ টাকা।

কারওয়ানবাজারের একজন আড়তদার জানান, পাইকারি আড়তে পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪০ টাকা। অনেক কৃষক সরাসরি বিক্রি করছেন আড়তে এসে।

অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন, দেশি পেয়াজের এই মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত ইতিবাচক। দেশি পেয়াজ সংরক্ষণে কোল্ড স্টোরেজ সুবিধা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।