চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটার’ প্রকাশ্যে আনল আইবিএম

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেক-জায়ান্ট আইবিএম তৈরি করেছে ‘পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটার’। এই কম্পিউটার এতই ক্ষুদ্র যে আঙুলের ডগায় তাকে দেখতে এক ফোঁটা কালির মতো মনে হয়, এটি আকারে একদানা লবণের চাইতেও ছোট।

১৯ মার্চ থেকে ২২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আইবিএমের নিজস্ব সম্মেলন ‘আইবিএম থিঙ্ক ২০১৮’ চলাকালে এই কম্পিউটারের তথ্য প্রকাশ করা হয় বলে জানিয়েছে ম্যাশেবল।

তবে আকারে ছোট হলেও কম্পিউটারটির ক্ষমতা সে তুলনায় অনেক। পূর্ণ ক্ষমতার প্রসেসর, মেমোরি এবং অন্তত ১ মিলিয়ন ট্রানজিস্টর আছে এতে। ১৯৯০ সালের এক্স৮৬ চিপের সমান কাজ করতে পারে এই কম্পিউটারটি। সে সময়ের চিপগুলো আকারে অনেকগুণ বড় ছিল।

মাইক্রোস্কোপ দিয়ে এই কম্পিউটারকে দেখতে হয়, ফলে তা তৈরির খরচটাও কম। প্রায় ৮৩ টাকা খরচ হবে এমন একটি কম্পিউটার তৈরিতে।

মূলত ব্লকচেইন অ্যাপ্লিকেশনগুলোর ডাটা সোর্স হিসেবে কাজ করবে এই কম্পিউটার।