চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পুলিশের রাইফেল চুরি করে যে কাণ্ড করলো চোর

প্যারাগুয়েতে পুলিশের অস্ত্রাগার থেকে ৪২টি শক্তিশালী রাইফেল চুরি করে তার পরিবর্তে প্ল্যাস্টিক ও কাঠের তৈরি রেপ্লিকা রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দেশটির রাজধানী অ্যাসানসিয়নের দক্ষিনে অবস্থিত ক্যাপিয়াটা শহরে পুলিশের অস্ত্রশালায় ঘটেছে এ ঘটনা।

প্যারাগুয়ে পুলিশের ব্যবহৃত ‘এফএন এফএএল– ব্যাটল রাইফেল’ শহরটির কালো বাজারে বিক্রি শুরু হওয়ার পর ব্যাপারটি শহরের পুলিশের নজরে আসে।

চুরি যাওয়া রাইফেলগুলোর একেকটির মূল্য ১০ হাজার ডলার এবং সেগুলো একদম ভালো অবস্থায় ছিলো।

ক্যাপিয়াটা’র পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ চুরির ঘটনায় অস্ত্রশালাটির দায়িত্বে থাকা কর্মকর্তাকে অপসারন করা হয়েছে।

তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও সনাক্ত ও গ্রেফতার করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ধারণা করছে অস্ত্রগুলো সম্ভবত পার্শবর্তী দেশ আর্জেন্টিনা বা ব্রাজিলে পাচার হয়ে গেছে বা স্থানীয় অপরাধী সংগঠণগুলোর হাতে চলে গেছে।

অস্ত্র চুরির ঘটনায় শহরটির পুলিশ তদন্ত শুরু করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।