চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরো আমেরিকা মহাদেশেই ছড়াবে জিকা ভাইরাস?

পুরো আমেরিকা মহাদেশেই জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে যাচ্ছে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মশার মাধ্যমে এই রোগ ছড়ায় বলে মশার কামড় থেকে নিজেদের দূরে রাখতে পরামর্শও দিয়েছে তারা।

ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলোতে অসম্পূর্ণ মস্তিষ্কের গঠন নিয়ে জন্ম নিচ্ছে বহু শিশু, যার কারণ এই জিকা ভাইরাস। এখন পর্যন্ত এর কোনো চিকিৎসা কিংবা ওষুধ আবিস্কার হয়নি।

এ কারণে অনেক দেশ ২ বছর পর্যন্ত নারীদের গর্ভধারণ করতে নিষেধ করেছে।

এর মধ্যে ৩ ব্রিটিশ পর্যটকের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। বেশ কিছুদিন গোপন রাখলেও অবশেষে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের গণমাধ্যম।