চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরান ঢাকায় যেন কেমিক্যাল ব্যবসা আর না থাকে: প্রধানমন্ত্রী

পুরান ঢাকায় আর যেন কোনো কেমিক্যাল ব্যবসা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরাতন ঢাকার অলিগলি রাস্তা পরিকল্পনা করে নতুন করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। 

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: মালিকরা রাজি না হওয়ায় সেখান থেকে কেমিক্যাল এর গোডাউন বা কেমিক্যাল ব্যবসা সরানো যায়নি। এটা দুঃখজনক।

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক দিবসের ঘোষণা আসবে আসবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন: অগ্নিকাণ্ডের পর চিকিৎসা সহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় এবং অগ্নিকাণ্ড পরবর্তী সময়ে কোনো কোনো টেলিভিশন ক্যামেরা এবং রিপোর্টাররা প্রশ্ন করে অগ্নি নির্বাপন কাজে বাধা দিয়েছেন এমনটি না করতে অনুরোধ করতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেছেন তিনি।

এছাড়া যেকোনো অগ্নিকাণ্ডের সময় উৎসুক জনতা ভিড় না করে অগ্নিকাণ্ড নির্বাপনে পানি বা বালি নিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।