চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরনো হিসাব শেষে খুলবে নতুন হিসাবের খাতা

পুরনো হিসাব শেষ করে নতুন হিসাবের খাতা খুলছেন ব্যবসায়ীরা। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন অনুষ্ঠানিকভাবে নতুন হিসাব শুরু করবেন তারা।

বাংলা ১৪২৪ সালকে বরণ করতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই প্রস্তুত। লেনদেন আর আর্থিক লাভ-ক্ষতির হিসেব মেলাতে ব্যস্ত ব্যবসায়ীরা।

বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ থেকে ব্যবসায়ীরা হিসাবের নতুন খাতা খোলেন। বাংলা বছরের শেষ মাস চৈত্রের শুরু থেকেই শুরু হয় এ আনুষ্ঠানিকতা।

শুক্র-শনিবার এ দু দিন ব্যবসায়ীক লেনদেনের হিসাব চুকাতে ব্যবসায়িক কার্যালয়ে চলবে ক্রেতা-বিক্রেতার মিলন মেলা। হালখালার জন্য কেনা হয়েছে খাতা। আছে মিষ্টিমুখের আযোজন।

চৈত্রের শেষ দিন নানা আচার-অনুষ্ঠান করেন সনাতন ধর্মাবলম্বীরা। সবারই প্রত্যাশা, নতুন বছর বিক্রেতা-ক্রেতাসহ সবার জীবন আরো সুখের হোক।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: