চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরনো চোটে এসএ গেমসের দলে নেই রুমানা

সাউথ এশিয়ান (এসএ) গেমসে টি-টুয়েন্টি ইভেন্টের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৫ সদস্যের স্কোয়াডে নেই অলরাউন্ডার রুমানা আহমেদ। সালমা খাতুনকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়েই নেপাল যাচ্ছে বাংলাদেশ।

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর কাঠমান্ডু ও পোখারায় বসবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। অন্যান্য ইভেন্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে ছেলে ও মেয়েদের ক্রিকেট।

মেয়েদের টি-টুয়েন্টি দলে নতুন মুখ পেসার হান্ট থেকে উঠে আসা পূজা চক্রবর্তী। দলে টিকে গেছেন পাকিস্তান সফর করে আসা ১৩ বছরের কিশোরী রাবেয়া।

হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারেননি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রুমানা। পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ব্যথা বাড়ায় তাকে রাখা হয়নি গেমসের স্কোয়াডে। বিশ্রামে থাকতে বলা হয়েছে।

মূল দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ পেসার পান্না ঘোষ। তাকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।

এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে অংশ নেবে সাতটি দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও স্বাগতিক নেপাল। ২ ডিসেম্বর পোখারায় বাংলাদেশের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে।

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।