চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পিএসএল খেলতে যাচ্ছেন তামিম

পাকিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ ধাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে খেলবেন টাইগার ওপেনার।

ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দিয়েছে। বাংলাদেশের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের মুলতান সুলতানসে খেলার কথা রয়েছে। তামিম ও মাহমুদউল্লাহ আগেও মাতিয়েছেন পিএসএল আসর।

টুর্নামেন্টের শেষ ধাপে অংশ নিতে ১০ নভেম্বর ঢাকা ছাড়তে পারেন দুজনে। শেষ পর্যায়ে এসে এবারের পিএসএল করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় গত মার্চে। টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল বাকি আছে। আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর ম্যাচগুলো হবে করাচিতে।

বিসিবির আয়োজন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের আগে তামিম-মাহমুদউল্লাহর জন্য প্রস্তুতির দারুণ মঞ্চ হবে পিএসএল। ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে পিএসএলের পর্দা নামবে। দেশে ফিরেই দুই টাইগার তারকা খেলতে নামবেন ঘরোয়া টি-টুয়েন্টিতে।

১৫ মার্চ মিরপুরে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি শুরু হওয়ার কথা থাকলেও সপ্তাহখানেক পেছাচ্ছে আসরটি।