চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পিএসএলে প্রথমবার লিটন, আছেন সাকিব-মাহমুদউল্লাহ

পাকিস্তানের টি-টুয়েন্টি আসর পিএসএলে প্রথমবার খেলার ডাক পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। এছাড়াও দল পেয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

করোনাভাইরাসের কারণে ১৪ ম্যাচ হয়েই থমকে যায় আসরটি। আগামী ২ জুন নতুন করে শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বিরতিতে অনেক দলই খেলোয়াড় ধরে রাখতে পারেনি।

তাই মঙ্গলবার রাতে বদলি খেলোয়াড় ড্রাফট থেকে নিয়ে দল পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ থেকে অন্তর্ভুক্ত হয়েছেন তিন ক্রিকেটার।

পাকিস্তান সুপার লিগে সাকিবকে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশ টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে ডেকেছে মুলতান সুলতানস। দেশের বাইরে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে দল পাওয়া লিটনকে নিয়েছে করাচি। ‘

টাইগার ত্রয়ী দল পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের খেলার অনুমতি হিসেবে অনাপত্তিপত্র দেয় কিনা সেটিই দেখার। কেননা মে থেকে আগস্ট অবধি দেশের মাটিতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো বড় বড় দলের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের।