চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাহাড় ধস: ৬৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়ক চালু

পাহাড় ধসের ঘটনায় ৬৮দিন পর ভারী যানবাহন চলাচলের জন্য রাঙামাটি-চট্টগ্রাম সড়ক খুলে দেয়া হয়েছে।

গত ১৩জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় সাপছড়ির শালবন এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের প্রায় একশ মিটার জায়গা ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাঙামাটির সঙ্গে দেশের অন্যান্য স্থানের সড়ক যোগযোগ।

ঘটনার ৯ দিনের মাথায় বাংলাদেশ সেনাবাহিনী সড়কের ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প সংযোগ সড়ক নির্মাণ করে হালকা যানবাহনের জন্য খুলে দেয়।

তবে বিকল্প সড়কে ভারী যান চলাচল করতে না দেওয়ায় ব্যবসা বাণিজ্যসহ নানা সংকট দেখা দেয় রাঙামাটিতে। সড়ক ও জনপথ বিভাগ সাপছড়ি এলাকায় ধসে যাওয়া পাহাড়ের অংশে নতুন করে বেইলী ব্রীজ নির্মাণের কাজ শুরু করে।

দীর্ঘ ২মাস পর বেইলী ব্রীজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সরাসরি সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা হয়।

বেইলী ব্রীজটি সোমবার পরীক্ষামূলকভাবে যান চলাচলের জন্য খুলে দেয়ার পর দুপুর থেকে ভারী যান চলাচল শুরু হয়েছে। এতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যসহ পর্যটন শিল্পে পুনরায় স্বস্তি ফিরে এসেছে।