চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাল্টাল ভেন্যু, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার, ফাইনাল একই শহরে

ফাইনালের আগের ভেন্যু ছিল তুরস্কের ইস্তাম্বুল। পাল্টে নতুন ভেন্যু এখন পর্তুগালের লিসবন। ফরম্যাট পাল্টে গেছে নকআউটের। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত সব ম্যাচই হবে লিসবনে, এক লেগ ফরম্যাটে!

করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর ফুটবল ফিরেছে ইউরোপের দেশগুলোতে। ঘরোয়া লিগ চলায় তাড়া উয়েফারও। তাই দুই লেগের ফরম্যাটের পেছনে না ছুটে এক লেগে খেলার সিদ্ধান্ত।

অর্থাৎ, হোম-অ্যাওয়ে নয়, নকআউট পদ্ধতিতে খেলা হবে ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার, সেমিফাইনাল। সঙ্গে ফাইনাল ধরে সব ম্যাচ হবে ১২-২৩ আগস্টের মধ্যে।

বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাকি ছিল দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় লেগের কিছু ম্যাচ। সেই ম্যাচগুলো ৭-৮ আগস্টের মধ্যে হয় আগের ভেন্যুতে নয়তো লিসবনেই হবে।

এরইমধ্যে শেষ আটে উঠে গেছে পিএসজি, আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আরবি লেইপজিগ। আগস্টের ১২-১৫ তারিখের মধ্যে শেষ আটের ম্যাচগুলো হবে এস্তাদিও দা লুজ এবং এস্তাদিও হোসে আলভাডাতে।

আসরের সেমিফাইনাল হবে ১৮-১৯ আগস্টে। ফাইনালের ভেন্যু এস্তাদিও দা লুজে শিরোপার ফয়সালা ২৩ আগস্ট।