চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পারমাণবিক প্রকল্পেই বিদ্যুৎ সমস্যার সমাধান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হলে বিদ্যুৎ সমস্যার পুরোপুরি সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জাতীয় কমিটির চতুর্থ সভায় তিনি বলেন, এ প্রকল্পকে কেন্দ্র করে লোকবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, ‘প্রকল্পটি আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। ইতোমধ্যেই আমরা অনেক কাজে এগিয়েছি। সেসব ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তী এজেন্ডা অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করবো। আশা করি সময় মতো আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারবো। তাহলে বিদ্যুতের সমস্যাও কমে যাবে।’

সভায় মন্ত্রী, প্রকল্পের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত গ্রিন সিটির বহুতল ভবনের মডেল পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।