চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাবনায় টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ চরমে

পাবনার সাঁথিয়া ও সুজানগরে টর্নেডোর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তরা এখনো আশ্রয়হীন। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে তারা। কেউ কেউ নতুন করে ঘর তুলে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও বেশিরভাগের আর্থিক অবস্থাই ভালো নয় ।

গত ‍তিন এপ্রিল সাঁথিয়া এবং সুজানগর উপজেলার ৫টি ইউনিয়নের ১১টি গ্রাম টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। লণ্ডভণ্ড হয়ে যায় সুজানগর উপজেলার দুলাই এবং আহম্মদপুর ইউনিয়নের  তিনটি গ্রাম । পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়। আহত হয় শিশুসহ কমপক্ষে ৩শ নারী-পুরুষ ।

টর্নেডোয় ক্ষতিগ্রস্ত কয়েক’শ পরিবার এখনো আশ্রয়হীন। সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে তাদের সহায়তায় এগিয়ে আসার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হয়েছে। আরো সাহায্যের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বিস্তারিত দেখুন পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার এর ভিডিও রিপোর্টে:

https://youtu.be/loFY526GwNA