চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পানীয় রেসিপি: বিটরুট স্প্ল্যাশ

রামাযানের প্রতিদিন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানটি চ্যানেল আই অনলাইনে এবং চ্যানেল আইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হবে

সারাদিন উপোস শেষে ইফতারের সময় টেবিলে থাকে রং বাহারি সব খাবার। তবে যতো অভিজাত খাবারই থাকুক না কেনো ইফতারের টেবিলে সবার প্রথম পছন্দ শরবত বা বিভিন্ন ফলের জুস।

এমন স্বাস্থ্য সচেতন মানুষদের কথা বিবেচনা করেই চ্যানেল আই অনলাইন প্রথমবার নিয়ে এলো বিভিন্ন ফল দিয়ে তৈরি স্বাস্থ্যসম্মত পানীয় রেসেপি। যে অনুষ্ঠানটির নাম ‘রুহ আফজা তৃপ্তিময় রামাযান’। সারাদিন উপোস থাকার পর ক্লান্তি দূর করতে ইফতারে এক গ্লাস ঠাণ্ডা শরবত প্রাণতো জুড়াবেই, সেই সাথে সুস্বাস্থ্যও নিশ্চিত করবে।

পুরো মাসজুড়ে ইফতারে ভিন্নস্বাদের পানীয় রেসিপি নিয়ে ছোট-ছোট ভিডিও কনটেন্ট থাকছে প্রতিদিন। আজকের পর্ব, ‘বিটরুট স্প্ল্যাশ’। অনুষ্ঠানটির আজকের অ্যাপিসোডের উপস্থাপনায় আছেন শেফ মাসুম আহমেদ। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন তাহমিনা শারমিন রুমকী।

পানীয় রেসিপি: বিটরুট স্প্ল্যাশ