চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাঠ্যপুস্তকে ভুলগুলোকে ক্ষমার অযোগ্য বলে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

২০১৭ সালের পাঠ্যপুস্তকে থাকা ভুলগুলোকে ক্ষমার অযোগ্য বলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দায়িত্বশীলদের বড় ভুলের কারণে এমন পরিস্থিতি হয়েছে।

তবে এই ভুলের জন্য শিক্ষার্থীদের হতাশ না করে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

২০১৭ সালের পাঠ্যপুস্তকে ভুলত্রুটির জন্য প্রাথমিক তদন্তে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে সোমবার ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ সুপারিশ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রাহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ জানুয়ারি বই উৎসবের পর ভুল নিয়ে এই প্রথম মুখ খুললেন শিক্ষামন্ত্রী।

সব ব্যর্থতা স্বীকার করে মন্ত্রী বলেন, এতকিছুর পরেও বিনামূল্যে বই বিতরণ করার কৃতিত্বকে অস্বীকার করলে মন্ত্রণালয়ের প্রতি অবিচার করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইকে আরও আকর্ষণীয়, আনন্দময় এবং সুখপাঠ্য করতে বিশেষজ্ঞরা কাজ করছেন।

আরো বিস্তারিত দেখুন রিপোর্টে….

https://www.youtube.com/watch?v=z2WPIlKxdVU