চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানের কাছে হেরে এশিয়াকাপ শেষ সালমাদের

পাকিস্তানের কাছে হেরে মহিলাদের এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট শেষ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। গ্রুপপর্বের শেষ ম্যাচে আয়শা-সালমাদের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান। চার ম্যাচে পাকিস্তানিদের এটা তৃতীয় জয়।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড ও পরের ম্যাচে নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারলে এশিয়া কাপই শেষ হয়ে যায় সামলাদের।

টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ১৫ দশমিক ৩ ওভারে মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌছাতে পেরেছেন। জাহানারা আলম ১২ ও রুমানা আহমেদ করেন ১১ রান।

পাকিস্তানের হয়ে সাবেক অধিনায়ক তিন ওভার বল করে মাত্র ৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। আইমান আনোয়ার দখল করেন ‍দুটি উইকেট।

বাংলাদেশ ইনিংসের জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে মাত্র ৩০ মিনিট আর ৯ ওভার ৫ বলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। দলীয় ১৪ রানের মাথায় আয়শা জাফরের উইকেট হারালেও জাভেরিয়া খান ২৬ ও ইরাম জাভেদের অপরাজিত ১৭ রানে বড় জয় পায় পাকিস্তানিরা।

বাংলাদেশের হয়ে বল হাতে একমাত্র সাফল্য পান খাদিজাতুল কুবরা।