চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাঁচ দিনে মিনারের ‘কারণে অকারণে’ দেখেছে এক লাখ দর্শক

সবাই তো গান শোনেন কিংবা দেখেন মিউজিক ভিডিও। কিন্তু গানের কথা? কেউ কি কখনো শুধু গানের কথা দেখেছেন বা পড়েছেন? এবার তা–ই হয়েছে! ভালোবাসা দিবসে ইউটিউবে আপলোড করা হলো শিল্পী মিনারের নতুন গান ‘কারণে অকারণে’র লিরিক ভিডিও। এরপর আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত গানটি দেখা হয়েছে এক লাখেরও বেশি। অল্প সময়ে লিরিক ভিডিওর এই দর্শকসংখ্যা দেখে বিস্মিত গানের সঙ্গে সংশ্লিষ্টরা।

 

গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ, সংগীতায়োজন করেছেন শাকের রেজা।

‘কারণে অকারণে’ গানের সুর আর তাতে কণ্ঠ দিয়েছেন মিনার। তিনি বললেন, ‘এই গান নিয়ে এমন ক্রেজ তৈরি হবে ভাবিনি। ইউটিউবে প্রচুর দর্শক গান শুনে তাদের মতামত জানাচ্ছে। সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করি, এ বছর সেরা গানের তালিকায় উপরের দিকে থাকবে আমার গানটি।’

শিগগিরই গানটির মিউজিক ভিডিও বাজারে আসবে। মিনার আশা করছেন, তখন আরও বেশি দর্শক গানটি দেখবে।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, ‘আমরা অভিভূত। এর আগে কোনো লিরিক ভিডিও পাঁচ দিনে এক লাখবার দেখা হয়েছে, তেমনটা আমার জানা নেই। ভালো গান শ্রোতারা খুঁজে বেড়ান, তা আবার প্রমাণ হয়েছে। এখন আমরা গানটির মিউজিক ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছি।’

গীতিকার ও কথা সাহিত্যিক ইশতিয়াক আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্ম আর মিনারের গায়কির কথা মাথায় রেখে গানটি লেখা। তরুণদের আগ্রহ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।’

মিনার রহমান

মিনার আরও বলেন, ‘আমাদের শ্রোতারা এখনও ভালো গানের খোঁজ করে। কারণে অকারণে গানটি তার প্রমাণ। একটা ভালো গান করতে পারার আনন্দ বলে বোঝানো যাবে না।’

‘তুমি চাইলে বৃষ্টি’, ‘আহারে’, ‘ঝুম’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী মিনারের প্রিয় কাজ কার্টুন আঁকা। ‘উম্মাদ’ পত্রিকায় সাত বছর ধরে কার্টুন আঁকছেন। আর সামনে কার্টুন নিয়ে নানা পরিকল্পনা করছেন তিনি।

 

কারণে অকারণে গানের লিরিক ভিডিওর লিংক-