চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাঁচ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০টার পর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৫টায় পদ্মা নদীর নৌপথটি ঘন কুয়াশা ঢেকে যায়। যার ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে  এ নৌ-রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় ফেরি কর্তৃপক্ষ।

সকাল ১০ টার দিকে কুয়াশা কেটে গেলে আবারো ফেরি চলাচল শুরু করে।

বর্তমানে এ নৌ-রুটে তিনটি মিডিয়াম ও দুটি ছোটসহ মোট ৫টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় তেমন কোন যানবাহন নেই। এছাড়া এ নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।