চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. আবু তাহের চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড. মো. আবু তাহের বলেন, টেলিটক মোবাইলের প্রিপেইড সিমের মাধ্যমে এ আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ ও ২০১৮ সালে এইচএসসি,আলিম বা সমমান এবং ২০১৫ ও ২০১৬ সালে এসএসসি,দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মোট ৬টি অনুষদের অন্তর্গত তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের ভর্তিযোগ্যতা হিসেবে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে (এ-ইউনিট) চতুর্থ বিষয়সহ মোট জিপিএ-৬ দশমিক ৫০, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ (বি-ইউনিট) এ জিপিএ-৬ এবং ব্যবসায় শিক্ষা অনুষদ (সি-ইউনিট) এ জিপিএ-৬ থাকতে হবে। এছাড়াও সকল ইউনিটের আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ৩ থাকতে হবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট ১৯টি বিভাগে আগামী ৯ ও ১০ নভেম্বর(সম্ভাব্য) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।