চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পশ্চিমবঙ্গে শেষ দফায় ভোট আজ

করোনাভাইরাসের তীব্রতার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ৮ম বা শেষ দফায় ভোটগ্রহণ চলছে।

এই দফায় বৃহস্পতিবার ভোট হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম ও কলকাতার ৩৫টি আসনে।

তবে করোনাভাইরাস সংক্রমণের হার তীব্র হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগের দফাগুলোতেও মাস্ক আর গ্লাভসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ভোটের লাইনে শারীরিক দূরত্ব বজায় রাখার উপরও।

পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে গত ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হয়। এরপর ১ এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি আসনে, ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি আসনে, ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ও ২৬ এপ্রিল ৭ম দফায় ৩৪টি আসনে ভোট নেওয়া হয়।

দুটি আসনে আসনে প্রার্থী দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আগামী ২ মে পশ্চিমবঙ্গসহ ৫টি রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।