চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্যটন করপোরেশনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী অনলাইন ট্রাভেলার্স কার্নিভাল

ভ্রমণকে আরও সহজ আর আকর্ষণীয় করতে সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনলাইন ট্রাভেলার্স গ্রুপ। যাদের সাফল্যের কথা এতদিন অনেকের কাছেই ছিল অজানা। এবার তাদের কাজকে সরকারি-বেসরকারি পর্যায়ে তুলে ধরতে এগিয়ে এসেছে পর্যটন কর্পোরেশন।

তাদের আয়োজনে চলতি মাসের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অনলাইন ট্রাভেলার্স কার্নিভাল। উদ্বোধন করবেন পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পর্যটন কর্পোরেশনের জিএম পারভেজ এ চৌধুরী জানান কার্নিভালে ২০টি গ্রুপ স্টল দেওয়ার সুযোগ পাবে। তারা তাদের ভ্রমণ নিয়ে তৈরি ১০ মিনিটের প্রামাণ্য প্রদর্শনের সুযোগ পাবেন এই অনুষ্ঠানে। এর বাইরে অন্যান্য গ্রুপগুলোও অংশ নিতে পারবে বলে জানান তিনি।

ভ্রমণ গ্রুপগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এই মেলার মাধ্যমে বাংলাদেশে লুকায়িত প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন সভ্যতাসহ নানা বিষয়ের সঙ্গে তাদের সমস্যার কথাও তুলে ধরবেন তারা। অনুষ্ঠানে ইকো ট্রাভেলার্স, বৃত্ত, অধরা ট্যুরিজম, বেড়াই বাংলাদেশ, ট্রাভেল এস বাংলাদেশসহ অন্যান্য গ্রুপ অংশ নেবে।