চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসরে ‘কম্পিটিশন’ বিভাগে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশি পরিচালক অনুপম হোর ও তাহসিন আহমেদ পরিচালিত ‘দ্যা কোনানড্রাম’ চলচ্চিত্রটি।

এছাড়াও ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার’ অ্যাওয়ার্ডও জিতে নেয় আরেক বাংলাদেশি পরিচালক মেহেরুন নেসা পরিচালিত ‘অল উইনারস’ চলচ্চিত্রটি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের শেষ দিনে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

উৎসবের শেষদিন প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র বোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. গীতি আরা নাসরীন। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন।

‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ এ স্লোগানকে সঙ্গী করে মোবাইলের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করতে প্রতি বছর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব আয়োজন করছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব।

এবারের আয়োজনে বিশ্বের ৪১টি দেশ থেকে ২০২টি চলচ্চিত্র জমা পড়ে।