চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্দা উঠলো এসএ গেমসের

নেপালের কাঠমান্ডুতে পর্দা উঠলো ১৩তম সাউথ এশিয়ান গেমসের। রোববার সন্ধ্যায় দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। আসরের পর্দা নামবে ১০ ডিসেম্বর।

সাউথ এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে আসরের মশাল জ্বালান চারবারের স্বর্ণপদক জয়ী দীপক বিষ্ঠা। সাথে ছিল নেপালের যন্ত্র সঙ্গীত। রাজধানী কাঠমান্ডুসহ পোখারা ও জোনাকপুরে হবে আসরের ইভেন্টগুলো।

২৬টি ইভেন্টে সাউথ এশিয়ার প্রায় ৫ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের গেমসে। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৪৬৩ জন অ্যাথলেট। সঙ্গে আছেন ১৩৩ জন ম্যাচ অফিসিয়াল।

উদ্বোধনের অন্যতম আকর্ষণ ছিল নেপালের তিন বাহিনী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এসএ গেমসে অংশ নেয়া বাকি দেশগুলোর দেশাত্মবোধক সঙ্গীতের সাথে আলাদা আয়োজনে ভিন্ন মাত্রা পায় উদ্বোধনী অনুষ্ঠান।

অবাক করার মতো ছিল এক নেপাল ছাড়া অন্য কোনো দেশের মার্চ পাস্টে ছিল না জাতীয় পতাকা। অন্যসব দেশের মতো পতাকা ছাড়াই মাঠে প্রবেশ করেছেন বাংলাদেশের অ্যাথলেটরাও।