চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্দা উঠছে প্রিমিয়ার ফুটবল লিগের

আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের এবারের আসর।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনে দুটি খেলা মাঠে গড়াবে। গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে দুপুর ৩টায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

একই সময় মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে খেলবে শেখ জামাল।

বুধবার টুর্নামেন্ট শুরুর মাত্র দুইদিন আগে সূচি প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভেন্যু নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষিতে সূচি প্রকাশে বিলম্ব ঘটে।

করোনাকালীন পরিস্থিতিতে বসুন্ধরা কিংস অ্যারেনা, টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম, মুন্সিগঞ্জের শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়াম এবং ঢাকার বনানীস্থ আর্মি স্টেডিয়ামে লিগের খেলাগুলো আয়োজনের কথা ছিল।

গত মঙ্গলবার পেশাদার লিগ কমিটি জানায়, দুইটি ভেন্যুতে হবে লিগের সব ম্যাচ। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ছাড়া আর কোথাও খেলা হবে না।