চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরিযায়ী পাখির সঙ্গে ভালোবাসা

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিস্তীর্ণ আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখি। এদের কলকাকলিতে ঘুম ভাঙে এসব এলাকার মানুষের। পাখির সঙ্গে তাদের যেন এক ভালোবাসার সম্পর্ক।

টাঙ্গাইলের আন্ধারমানিক বিল, পুতবিল, মরাবিল, নোনদা বিল, গজারিয়া বিল ও নিড়াইল বিল ঘিরে এখনো পরিযায়ী পাখির আনাগোনা। অনেক জায়গায় জলাশয় শুকিয়ে গেলেও পাখি আবাস গড়েছে গাছে। বাসাইলের নেদার গ্রাম পরিযায়ীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। গাছে গাছে শত শত পাখি। ঝাঁকবেধে আকাশে উড়ছে। গ্রামবাসীও তাদের অতিথির মতো আপন করে নিয়েছে, দিচ্ছে নিরাপত্তা।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে পরিযায়ীরা। তাই এদের রক্ষায় সকলকে সতর্ক থাকার কথা বলছেন এই প্রাণিবিদ।

যমুনার চরাঞ্চলসহ সব বিল বাওর পাখির জন্য নিরাপদ রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা আশা করেন পাখিপ্রেমীরা।

বাঙালির চিরায়ত ঐতিহ্য অতিথি আপ্যায়ন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এসব এলাকার মানুষ ভালবাসায় ভরিয়ে দেয় এসব পাখিদের। এমন ভালবাসা যুগ যুগ ধরে টিকে থাক এ প্রত্যাশা সকলের।

মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত: