চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরিবেশবান্ধব উন্নয়নে ২১০০ সাল পর্যন্ত আ. লীগের ডেল্টা প্ল্যান

২১০০ সাল পর্যন্ত কীভাবে ধাপে ধাপে দেশের পরিবেশবান্ধব উন্নয়ন হবে ডেল্টা প্ল্যান নামে সে পরিকল্পনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এই ডেল্টা প্ল্যানের অংশ হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে নতুন পরিকল্পনার কথা তুলে ধরা হবে।

রূপকল্প ২০২১, যা ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান নামে পরিচিত। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আগে এটিই ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে দেশ কোন অবস্থানে যাবে তা তুলে ধরা হয়েছে ওই রূপরেখায়।

তিন বছর পর শেষ হচ্ছে রূপকল্প বাস্তবায়নের সময়সীমা। তবে এরই মধ্যে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। শহুরে জীবনের পাশাপাশি গ্রামীণ জীবনেও লেগেছে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া।

রূপকল্প ২০২১ এর পর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া আওয়ামী লীগের আরেকটি লক্ষ্য। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরেকধাপ এগিয়ে ২১০০ সাল পর্যন্ত দেশের উন্নয়ন পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

পরিবেশ-প্রকৃতিকে মাথায় রেখে ডেল্টা প্ল্যান নামের ওই পরিকল্পনা সম্পর্কে আসন্ন ইশতেহারেই ধারণা থাকবে। দলের নেতারা বলছেন, কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: