চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরিবহণ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীরা প্রভাবশালী, তবে সরকারের চেয়ে প্রভাবশালী নয়: ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহণ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীরা প্রভাবশালী, তবে সরকারের চেয়ে প্রভাবশালী নয়। সচিবালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী নাফিয়া গাজীর বাবাকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণপরিবহন খাতে বিশৃঙ্খলা নিয়ে সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে আগামীকাল বৈঠক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৯৯১ সালে বিআরটিসি’র একটি বাসে চাপা পড়ে নিহত হন নাফিয়া গাজী। উচ্চ আদালতের নির্দেশে নাফিয়া গাজীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে বিআরটিসি। ৪ কিস্তিতে এই অর্থ পরিশোধ করা হবে।