চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকার স্বপ্ন দেখানো আনিসুল হককে স্মরণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমব্যক্তিত্ব আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। পরিচ্ছন্ন সবুজ ঢাকার স্বপ্ন দেখানো এই ব্যক্তিত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে মানুষ।

আনিসুল হকের পরিচয় একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মাত্র দু’ বছর দায়িত্ব পালন করে যিনি যেখানে সেখানে থাকা বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন সরিয়ে দিয়ে ঢাকাবাসীকে আকাশ দেখার সুযোগ করে দেন। গুছিয়ে তুলছিলেন সবুজ আর পরিচ্ছন্ন মহানগরী।

তিনি সমান জনপ্রিয় ছিলেন শীর্ষ স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠক, গণমাধ্যমব্যক্তিত্ব ও টেলিভিশন উপস্থাপক হিসেবে।

আনিসুল হকের জন্ম ১৯৫২ সালে, নোয়াখালীতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থাকার সময় ৬৫ বছর বয়সে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।