চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পবিত্র হজ শুরু ৯ আগস্ট

এবার মুসলমানদের পবিত্র হজ্ব শুরু হবে ৯ আগস্ট শুক্রবার। পরদিন শনিবার হাজিরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে সমবেত হবেন আরাফাতের ময়দানে।

এখন পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নানা স্মৃতি বিজড়িত সৌদি আরবে সাড়ে ১২ লাখ হজযাত্রী পৌঁছেছেন।

বাংলাদেশি এক লাখ ২৭ হাজার হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত এসেছেন ১ লাখ ১০ হাজার। বাংলাদেশি হজযাত্রীরা বলছেন, এবার ভোগান্তি বেশ কম। তাই এবারের হজ প্রস্তুতিতে খুশি বাংলাদেশিরা।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস বলছে: হজযাত্রীদের বিড়ম্বনা কমাতে সব ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

হজযাত্রীদের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট। প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।